দিনের হিসাব

ভোর না হতে
চোখ্‌টি খোলো,
হায় কি দশা
দশটা হলে
স্কুলের পড়া
মরে কি বাঁচে!
খেল্‌তে যে চায়
খেলাটি ক্রমে
ভাঙল মেলা
মুখ্‌টি হাঁড়ি
ঘুমের ঝোঁকে
ছুটি পাবার
পাখিরা জোটে
গাত্র তোলো,—
পড়্‌তে বসা,
হট্টগোলে
বিষম তাড়া,
সমুখ পাছে
খেল্‌বে কি ছাই
যেম্নি জমে
সাধের খেলা—
তাড়াতাড়ি
ঝাপ্‌সা চোখে
সুযোগ আবার
গানের চোটে
আরে মোলো
অঙ্ক কষা,
দৌড়ে চলে
কানটি নাড়া
বেত্র নাচে
বৈকেলে হায়
দখিনে বামে
আবার ঠেলা
দিচ্ছে পাড়ি
ক্ষীণ আলোকে
আয় রবিবার
ঘুমটি ছোটে—
সকাল হলো।
কলম ঘষা,—
বই বগলে!
বেঞ্চে দাঁড়া,
নাকের কাছে।।
সময় কি পায়?
সন্ধ্যা নামে;
সন্ধ্যাবেলা—
যে যার বাড়ি।
অঙ্ক টোকে;
হপ্তা কাবার!
0 Shares